এক থেকে নয়-এর স্কেলে IELTS স্কোর দেওয়া হয়। চারটি অংশে আলাদাভাবে ব্যান্ড স্কোর দেওয়া হয়। এগুলোর গড় করে স¤পূর্ণ একটি স্কোরও দেওয়া হয়। এ পরীক্ষায় কৃতকার্য বা অকৃতকার্য হওয়ার কোনো বিষয় নেই। আপনার প্রয়োজনীয় স্কোর করতে পারলেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য সফল হবে। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে সাধারণত ছয় থেকে সাড়ে সাত পেতে হয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যান্ড স্কোরও আলাদাভাবে ভালো করতে হয়। স¤পূর্ণ স্কোর যত ভালোই হোক না কেন, একটি বিভাগে স্কোর কমে গেলে ভর্তির সুযোগ না-ও পেতে পারেন। পরীক্ষা দেওয়ার আগেই জেনে নিন ন্যূনতম কত স্কোর প্রয়োজন। আইইএলটিএস স্কোরের মেয়াদ থাকবে দুই (২) বছর।
আইইএলটিএস স্কোর স্কেল
আইইএলটিএস স্কোরসমূহের শুরু ১ থেকে ৯ পর্যন্ত। স্কোরগুলোর মান হচ্ছে -
ব্যান্ড ৯ দক্ষ ব্যবহারকারী।
ব্যান্ড ৮ খুব ভালো ব্যবহারকারী।
ব্যান্ড ৭ ভালো ব্যবহারকারী।
ব্যান্ড ৬ পর্যাপ্ত ব্যবহারকারী।
ব্যান্ড ৫ পরিমিত ব্যবহারকারী।
ব্যান্ড ৪ সীমিত ব্যবহারকারী।
ব্যান্ড ৩ অতিরিক্তমাত্রায় সীমিত ব্যবহারকারী।
ব্যান্ড ২ ব্যবহারকারী নয়।
ব্যান্ড ১ পরীক্ষায় অংশগ্রহন করেনি।
আইইএলটিএস স্কোর স্কেল
আইইএলটিএস স্কোরসমূহের শুরু ১ থেকে ৯ পর্যন্ত। স্কোরগুলোর মান হচ্ছে -
ব্যান্ড ৯ দক্ষ ব্যবহারকারী।
ব্যান্ড ৮ খুব ভালো ব্যবহারকারী।
ব্যান্ড ৭ ভালো ব্যবহারকারী।
ব্যান্ড ৬ পর্যাপ্ত ব্যবহারকারী।
ব্যান্ড ৫ পরিমিত ব্যবহারকারী।
ব্যান্ড ৪ সীমিত ব্যবহারকারী।
ব্যান্ড ৩ অতিরিক্তমাত্রায় সীমিত ব্যবহারকারী।
ব্যান্ড ২ ব্যবহারকারী নয়।
ব্যান্ড ১ পরীক্ষায় অংশগ্রহন করেনি।
0 comments:
Post a Comment